বৃহস্পতিবার , ডিসেম্বর ১৯ ২০২৪

দেশব্যাপী ইয়ামাহা’র বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপন

এগ্রিনিউজ ২৪.কম: প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারী বিশ্বজুড়ে পালন করা হয় ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে লক্ষ্য করে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা আয়োজন করে নানান ধরনের কার্যক্রম, যা বরাবরই  সবার দৃষ্টি আকর্ষণ করে। এরই ধারাবাহিকতায় এ বছর ইয়ামাহা দেশের ৭টি জেলার বিভিন্ন জায়গায় যথা চট্টগ্রামের সিআরবি, সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি, খুলনার নিউমার্কেট, বরিশালের বেলস পার্ক, বগুড়ার মোমো ইন ইকো পার্ক, ময়মনসিংহের গ্রীণ পয়েন্ট রেস্টুরেন্ট, ও রংপুরের আরএএমসি শপিং কমপ্লেক্সে সুদৃশ্য ফটোবুথ স্থাপন করে। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই আয়োজনে অংশ নেয় হাজারো তরুণ-তরুণী। তারা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ফটোবুথে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করে।

উল্লেখ্য, এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই এর একটি প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ১০৬টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

This post has already been read 2529 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …