বৃহস্পতিবার , জানুয়ারি ২৩ ২০২৫

রাজশাহীতে লেবু জাতীয় ফসল নিয়ে “আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত

রাজশাহী সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী ও বগুড়া অঞ্চলের আয়োজনে রাজশাহীর পোষ্টাল একাডেমি সম্মেলন কেন্দ্রে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় “আঞ্চলিক কর্মশালা” ২০২২-২৩ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর হর্টিকালচার উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জেবুন নেছা জাবেদুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহ্মদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চলের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন সি এর প্রধান উৎস হলো লেবু জাতীয় ফসল। উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে। দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। এসব ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য দেশব্যপী বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে।

বক্তারা আরো বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রতি ইঞ্চি মাটির সর্বোচ্চ ব্যবহার করতে লেবু চাষ সম্প্রারণের কোন বিকল্প নেই। কারণ  লেবু পুকুরপাড়, এবং বেড়া হিসেবেও বাগানের চারিদিকে লাগানো যায়।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, কৃষি তথ্য সার্ভিস, ধান গবেষণা, এসআরডিআই, ফল গবেষণা, গম ও ভূট্টা গবেষণা, বিএডিসি, বিএমডিএ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।

This post has already been read 2188 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …