শুক্রবার , জানুয়ারি ২৪ ২০২৫

ব্রিতে ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ব্রির অর্ধশতাব্দী’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন ব্রি’র মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গাজীপুরে ব্রি সদর দপ্তরে দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠতি হয়েছে। ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ধান গবেষণায় ব্রির অর্ধশতাব্দী’ শীর্ষক এ সিম্পোজিয়ামে দুই সেশনে মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি উপস্থাপকগণ। স্বাগত বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

সিম্পোজিয়ামে প্রথম সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এ সেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. কে এম ইফতেখারুদ্দৌলা, গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. এন্ড্রিউ শার্প (Dr. Andrwe Sharpe), ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ কানাডার সিনিয়র রিসার্চ অফিসার ড. পঙ্কজ ভৌমিক (Dr. Pankaj Bhowmik), ফিলিপাইন্স এর  Native Trait Discovery and deployment International Rice Research Institute এর ব্রিডিং ইনোভেশনস এন্ড ইনফরমেটিক্স ইউনিট প্রধান ড. ডামিয়েন জে প্লাটেন (Dr. Damien J. Platten) (জুম প্লাটফর্ম), ইরির সিনিয়র বিজ্ঞানী ড. বিপিএম শোয়ামি (Dr. BPM Swamy) (জুম প্লাটফর্ম), জাপানের Iwate University এর ক্রপ সায়েন্স ল্যাবরেটরির অধ্যাপক প্রফেসর ড. হিরোয়োওকি শিমোনো (Prof. Dr. Hiroyuki Shimono) (জুম প্লাটফর্ম), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বায়োফরমেটিক্স ল্যাব এর অধ্যাপক ড. মো. নূরুল হক মোল্লা (জুম প্লাটফর্ম) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম।

সিম্পোজিয়ামে দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া। এ সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রিকালচার সেক্টর ডেভলাপমেন্ট এন্ড মডেলিং এর ফ্রিল্যান্স কনসালটেন্ট ড. মঈনুস সালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সিএসও ড. আইয়ুব হোসেন, সুপ্রিম সিড কোম্পানী লি: এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম নাহিদ সাত্তার এবং বাকৃবি এর কৃষি বানিজ্য এবং বিপনন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সিম্পোজিয়ামে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

স্বাগত বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ সিম্পোজিয়ামটি প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের সুযোগ উম্মুক্ত করবে। ব্রি এবং অন্যান্য অংশগ্রহণকারীদের বৈজ্ঞানিক জ্ঞানকে সমৃদ্ধ করবে। ধান গবেষণাকে আরও এগিয়ে নিতে এই সিম্পোজিয়ামের গুরত্বপূর্ণ সুপারিশগুলো কাজে লাগাতে হবে। ব্রির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১১১টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে ব্রি। তিনি সাম্প্রতিক সময়ে ব্রির আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরে জানান, ২০২০ সালের গ্লোবাল গো টু থিং ট্যাংক (GGTTI) সূচক রিপোর্ট অনুসারে (২৮ জানুয়ারি ২০২১ ইউএসএ এর ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্রকাশিত) ব্রির অবস্থান দক্ষিণ এশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে।

গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দুই দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৩) নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিন ২৩ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি।

This post has already been read 2058 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …