Thursday , April 3 2025

বরিশালে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার  শায়েস্তাবাদ বাজারে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, একই প্রতিষ্ঠানের কর্মকর্তা এসএম নাহিদ বিন রফিক , শায়েস্তাবাদ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিপু আকন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসের তালুকদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য মো. জাহিদুর রহমান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে কৃষকসহ অন্যান্য দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে দেশে শস্যউৎপাদন বাড়ানো জরুরি। আর তা বাস্তবায়নে কৃষকদের উদ্বুদ্ধ করাই কৃষি তথ্য সার্ভিসের মূল কাজ। এরই অংশ হিসেবে এ জাতীয় অনুষ্ঠানের ব্যবস্থা। এর মাধ্যমে চাষাবাদে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পায়। হয় তাদের জীবনমানের উন্নয়ন।

This post has already been read 2907 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …