Thursday , April 3 2025

পটুয়াখালীর গলাচিপায় আলুফসল বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর গলাচিপায় নতুন জাতের আলু প্রদর্শনীপ্লট স্থাপন ও মাল্টিলোকেশন যাচাই বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ) উপজেলার মুরাদনগরে বিএডিসির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আলুবীজ বিভাগের যুগ্ম পরিচালক (মান নিয়ন্ত্রণ) ড. একেএম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি বরিশালের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) ড. মো. মাহবুবুর রহমান, যুগ্ম পরিচালক (সার) মো. আসাদুজ্জামান এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির আলুবীজ হিমাগারের  উপপরিচালক কে এম আখতার হোসেন।

উপসহকারী পরিচালক মো. নান্নু মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোর্শেদা আক্তার মিমি, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মো. ছিদ্দিক মোল্লা, কৃষক মো. জামাল খান প্রমুখ। মাঠদিবসে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চিপস তৈরির উপযোগী এবং রফতানীযোগ্য আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণেই এ ধরনের মাঠদিবসের আয়োজন। আয়োজক প্রতিষ্ঠান  গলাচিপার মুরাদনগরে এবার ১৭ টি জাতের প্রত্যেকটি ১০ শতাংশ হারে ১ দশমিক ৭ একর জমিতে আলুর প্রদর্শনী স্থাপন করেছে। জাতগুলো হলো: সানসাইন,সান্তানা, এডিসন, ল্যাবেলা, এলকেন্ডার, ডায়মন্ট,এস্টারিক্স, বারি আলু-৪০, বারি আলু-৪১, বারি আলু-৬২, বারি আলু-৭৯, বারি আলু-৮৫, ক্যারোলাস, ফন্টেইন, রাশিদা, কুইনএনি এবং এলুইটি। এসব জাতের আলুর বাম্পার ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

This post has already been read 2620 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …