Thursday , April 3 2025

সিলেট অঞ্চলে বীজ বিক্রয় কলা-কৌশল শীর্ষক ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ বিপণন) সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত ” বীজ বিক্রয় কলা-কৌশল শীর্ষক বীজ ডিলাদের বিএডিসি, কদমতলী, সিলেট এর প্রশিক্ষণ হলরুমে শনিবার (১৮ মার্চ) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো. ইদ্রিছ মিয়া, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) বিএডিসি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সি ,সিলেট অঞ্চল, সিলেট ।

প্রশিক্ষণ কর্মসূচীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ সুপ্রিয় পাল, যুগ্ম পরিচালক (বীজ বিপণন), বিএডিসি, সিলেট; কৃষিবিদ আশুতোষ দাশ, উপপরিচালক (বীউ), বিএডিসি, সিলেট; কৃষিবিদ পরিতোষ চন্দ্রপাল, সিনিয়র সহকারী পরিচালক (বীজ উৎপাদন খামার) বিএডিসি, সিলেট; কৃষিবিদ আল ইমরান হাসান, সহকারী পরিচালক (বীউ) সিলেট।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে বীজ বিক্রয় কলা, কৌশল, বিএডিসি কর্তৃক উৎপাদিত বিভিন্ন ফসলের নতুন উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত এবং বীজ আইন ও বিধি সম্পর্কিত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিএডিসি বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 2568 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …