বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

ঝালকাঠির নলছিটিতে আউশ প্রনোদনা কর্মসূচী উদ্বোধন

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির নলছিটিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন  করা হয়েছে।এ বছর নলছিটিতে চার হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার ধান বীজ ও সার বিতরণ করা হবে। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা কৃষি অফিসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।

কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো: ইলিয়াস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিসেস মোর্শেদা লস্কর,বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন।প্রধান অতিথী তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতি ইঞ্চি জমি চাষাবাদের আওতায় আনার জন্য  প্রণোদনা প্রাপ্ত সবাইকে গুচ্ছাকারে আউশ ধান চাষাবাদ করতে পরামর্শ দেন।এবছর নলছিটিতে প্রায় ২ হাজার হেক্টর আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রণোদনার আওতায় একজন চাষি আউশ ধান চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।

This post has already been read 1787 times!

Check Also

কলাপাড়ায় পাটজাতীয় ফসলের আঁশ ও বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাটজাতীয় ফসলের আঁশ …