বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

কানাইঘাটে কৃষক সমাবেশ এবং আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ

সিলেট সংবাদদাতা: সিলেট জেলার কানাইঘাটে  উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে কৃষক সমাবেশ এবং  আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন চৌধুরী।

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল হারিছ এর পরিচালনায় এ সময়  আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃগোলাম দস্তগীর, ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন ,দিঘির পার পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোমিন চৌধুরী মুহিন,সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আবু তাইয়ীব শামিম,দক্ষিণ বাণী গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন,  সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমদ চৌধুরী,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন প্রমুখ।

This post has already been read 2703 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …