আব্দুল কাইউম (পাবনা): প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন “এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না”। সেই অনুশাসনের বাস্তবায়নের প্রচেষ্টা স্বরুপ পাবনা সদর উপজেলায় পুলিশ ফায়ারিং রেঞ্জে অনাবাদি পতিত জমিতে সম্বন্বিত খামার তৈরি করা হয়, যেখানে ৩ ধরনের তরমুজ, মাল্টা, কমলা, পেপে, বিভিন্ন জাতের আম, শসা সহ বিভিন্ন ধরনের সবজি নিরাপদ উপায়ে চাষ করানো হচ্ছে। এছাড়াও মানসিক হাসপাতালের পতিত জমিতে বোরো ধান আবাদ করানো হয়েছে।
জায়গা দুটি আজ (সোমবার, ১০ এপ্রিল) পরিদর্শণ করেন মুহাম্মদ মাসুম বিল্লাহ (উপসচিব গবেষণা- ১ শাখা), কৃষি মন্ত্রণালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. আব্দুল মজিদ।