নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠি সদরে তেলফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠদিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১১ এপ্রিল) উপজেলার ছত্রকান্দায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রিয়াজউল্লাহ বাহাদুর এবং ঝালকাঠি সদরের উপজেলার নির্বাহী অফিসার সাবেকুন নাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আলী আহম্মদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান খান, গাবধান ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম মাসুম প্রমুখ।
কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, জাতির পিতা কৃষিকে সস্মানিত পেশা বলে আখ্যায়িত করেছেন। তাই বর্তমান সরকার কৃষি উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর কাক্সিক্ষত সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর। সে লক্ষে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন: এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তা বাস্তবায়নে কৃষি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। এর অংশ হিসেবে তেলফসলের আবাদ বাড়ানোর মাধ্যমে ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে হবে। তাহলেই দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
কৃষক মো. দুলাল হাওলাদার জানান, কৃষি বিভাগের পরামর্শে তেলফসল আবাদে কৃষকরদের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে । তিনি গত বছর ২০ শতক জমিতে তেলফসল চাষ করেছিলেন। এ বছর তার ১ একর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। ফসলের অবস্থা দেখে মনে হচ্ছে গত বছরের তুলনায় এবার ফলন বেশি। তাই লাভও হবে বেশ।
পরে প্রধান অতিথি ১০ একরের সূর্যমুখীর প্লট পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। অনুষ্ঠানে স্থানীয় দেড় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।