রবিবার , নভেম্বর ১৭ ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) :  রাজশাহী গোদাগাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোজেক্ট (এনএটিপি-২) এর আওতায় গত  ১২ এপ্রিল (বুধবার)  উপজেলা পরিষদ হল রুমে  উক্ত কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত উপপরিচালক(উদ্যান)  কৃষিবিদ সাবিনা বেগম। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রারণ অফিসার কৃষিবিদ মো. মোমেনুল ইসলাম, ডিপ্লোমা কৃষিবিদ মোহা. সফিকুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ প্রফুল্ল সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লোমা কৃষিবিদ অতনু  সরকার, মো. মোস্তাফিজুর রহমান, মো. সুমন রানা, মো. ওবায়দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ ।

বক্তারা বলেন, সিআইজি হল কৃষকদের একটি গ্রুপ’। এ গ্রুপের উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগ ঠিক রেখে কৃষির সমস্যা চিহ্নিত করবেন এবং  তারপর সমাধানের উপায় নির্ধারণ করবেন। এতে করে নিজেরা লাভবান হতে পারবেন। বক্তারা আরোও বলেন নতুন নতুন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে টেকসই উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করবেন । সেই সাথে বাংলাদেশের উন্নয়নের ধারা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন।

কৃষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন কৃষক মো. মনিরুজ্জামান মনির, মো. তাসারুল ইসলাম, মো: সাব্বির বাবু মহিলা কৃষাণীদের মধ্যে বক্তব্য রাখেন তৌহিদা খাতুন ও সুবাসিনী হেমব্রোম।

সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং কৃষক- কৃষাণীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

This post has already been read 1848 times!

Check Also

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান১৭’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ …