রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দুইদিনের কর্মশালা উদ্বোধন করেন কৃষি সচিব

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে টেকসই জলাভূমি ব্যবস্থাপনা শক্তিশালীকরণের মাধ্যমে কৃষকের জীবনযাত্রা ও পরিবেশের মান উন্নয়ন প্রকল্পের জাতীয় মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) রহমতপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে দুইদিনের এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. রুহুল আমিন তালুকদার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র সরকার। গেস্ট অব অনার হিসেবে ছিলেন এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন।

বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফএও’র সহকারী প্রতিনিধি নূর মো. খন্দকার, ডিএইর অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. আব্দুল কাদির, ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, প্রকল্পের ফোকাল পার্সন ড. মো. আলিমুর রহমান প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে। এখন কৃষকরা অনেক সচেতন। তাই আধুনিক প্রযুক্তিগুলো স্থানভেদে ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।  আর তা অবশ্যই প্রকৃতির সাথে খাপ খাওয়ানো চাই। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 2923 times!

Check Also

সুনামগঞ্জে বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহের কর্মশালা

মো. জুলফিকার আলী (সিলেট) : বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, …