বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

ফরিদপুরে কৃষির আঞ্চলিক বিভাগীয় সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): ফরিদপুরে কৃষির আঞ্চলিক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএই ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর-রশীদ।

ডিএই ফরিদপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. হাসিবুল হাসানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ফরিদপুরের উপপরিচালক মো. জিয়াউল হক, রাজবাড়ীর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, শরীয়তপুরের উপপরিচালক ড. রবী আহনুর আহমেদ, বাংলাদেশ পাট গবেষাণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবর রহমান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপপরিচালক সৈয়দ মো. কামরুল হক, ফরিদপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. জসীমউদ্দীন, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এমএম সালাউদ্দিন প্রমুখ।

সভায় ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগের সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানানো হয়। এছাড়া ধান, চাল ও পেঁয়াজের দৈনিক বাজার দরের প্রতিবেদন উপস্থাপন করা হয়।  এর পাশাপাশি ফসলের বীজ ও সারের সুষ্ঠু বন্টন বিষয়টিও স্থান পায়। সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ফরিদপুর অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3446 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …