আব্দুল কাইউম (পাবনা): টেকসই দুগ্ধ শিল্প “সুস্থ মানুষ, সবুজ পৃথিবী। এই প্রতিপাদ্য নিয়ে এলডিডিপি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস, ২০২৩। বৃহস্পতিবার (১ জুন) সকাল এগারোটার দিকে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাবনার লাইব্রেরি বাজার সংলগ্ন প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আল মামুন হোসেন মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো জিয়াউর রহমান, জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ও চাটমোহর উপজেলার চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, জেলা ভেটেনারী অফিসার ডা মো সেলিম হোসেন শেখ, জেলা ট্রেনিং অফিসার কৃষ্ণ মোহন হালদার, মালঞ্চী ডেইরি পিজির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কৃষি স্বর্নপদক প্রাপ্ত ঈশ্বরদীর সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নিয়মিত দুধ ও দুগ্ধজাত পণ্য গ্রহণ করুন ডেইরি শিল্প উন্নয়ন সহায়তা করুন।এ সময় তৃনমূল খামারিদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন ডেইরি র্ফাম অ্যাসোসিয়েশন বিভিন্ন নেতারা।