রবিবার , নভেম্বর ১৭ ২০২৪

ই-কৃষি বিস্তারে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার কৃষকদের সাথে উঠান বৈঠক

মো. জুলফিকার আলী (সিলেট) : কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়,সিলেট আয়োজনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়নাধীন “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বিশ্বনাথ উপজেলার বড় খুরমা আইপিএম ক্লাবে এবং দক্ষিণ সরমা উপজেলার নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে  ১১ জুন (রবিবার) কৃষকদের সাথে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষিবিদ ফাহমিদা আক্তার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার, বিশ্বনাথ,সিলেট।

প্রধান অতিথি বলেন, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করায় কৃষি উৎপাদন বহুগুন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের শাক-সবজি, ফলমূল ও অন্যান কৃষিপন্য বিদেশে রপ্তানি হচ্ছে। তিনি বলেন- বর্তমান সরকার ডিজিটাল থেকে এখন স্মার্ট  বাংলাদেশ বির্নিমাণে কাজ করেছে। কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি ব্যবহার দ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হলো-কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি)। এসব কেন্দ্রর সকল সদস্যকে স্মার্ট কৃষক হতে হবে। কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি, ই-কৃষির বিস্তারে বিভিন্ন দপ্তরের ওয়েব সাইট, কৃষি বিষয়ক অ্যাপস্ ব্যবহার করার জন্য উঠান বৈঠকে উপস্থিত কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন- কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিশ্বনাথ, সিলেট। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন- নুর মিয়া, সাধরণ সম্পাদক, অত্র ক্লাব প্রমূখ।

অনুষ্ঠানে বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ‘ই-কৃষির বিস্তার’ কর্মসূচীর আওতায় বড় খুরমা আইপিএম ক্লাবে ৫০ জন এবং নৈখাই পুরুষ সিআইজি ফসল সমবায় সমিতিতে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 2051 times!

Check Also

 বরিশালের বাবুগঞ্জে বিনা ধান১৭’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনা ধান২৩’র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ জেলার বাবুগঞ্জ …