Wednesday , April 30 2025

বরিশালে নিরাপদ ফসল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে নিরাপদ ফসল উৎপাদনে বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) নগরীর ব্রির সন্মেলনকক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। সভাপতিত্ব করেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুর রহমান। মূল প্রবন্ধক ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মুরাদুল হাসান। কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্মপরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছয়েমা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এক সময় কৃষকরা সার এবং কীটনাশক কম প্রয়োগ করতেন। এখন এর অপ্রয়োজনীয় ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি বেড়েছে মারাত্মকভাবে। এ থেকে মুক্তি পেতে আইপিএমসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর অংশ হিসেবে বায়ো পেস্টিসাইডের ব্যবহার জরুরি। প্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে হবে, তবে তা হতে হবে সুনির্দিষ্ট মাত্রায়। এটি করতে পারলেই ফসলের পাশাপাশি প্রাণির স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা থাকবে। সেমিনারে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3018 times!

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নদীরচরে চাষ হচ্ছে চিনাবাদাম

রাজশাহী সংবাদদাতা: শুকিয়ে ক্রমশ সংকুচিত হচ্ছে মহানন্দা নদী। জেগে ওঠছে চর জেগে উঠা চর ফসল …