বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

খুলনায় মৎস্য চাষীদের পুকুরের মাটি পানি পরীক্ষার মাধ্যমে বিশেষ পরামর্শ সেবা প্রদান

ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনার ডুমুরিয়া উপজেলায় মৎস্য চাষীদের পুকুরের মাটি পানি পরীক্ষার মাধ্যমে বিশেষ পরামর্শ  সেবা প্রদান। বৃহষ্পতিবার (২৮ জুলাই) জাতীয় মৎস সপ্তাহের চতুর্থ দিনে এ সেবা প্রদান করা হয় । সকাল টায় ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের নলঘোনা বিলের চাষীদের ঘেরের পাড়ে চাষীদের মাটির পিএইচ, পানির পিএইচ, পানিতে দ্রবীভূত অক্সিজেন, পানির অ্যামোনিয়া, পানির লবনাক্ততা পরীক্ষা করে পরামর্শ  সেবা প্রদান হয়েছে। কথা হয় সোহাগ নামে এক চাষির সাথে।  তার ঘেরের পানির পিএইচ এর মান কম ৬.৮ থাকায় তাকে চুন প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। সেবা গ্রহনে আগত চাষীদের উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। তারপর সেখান থেকে বেলা সাড়ে ১২টায় উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বড়ডাঙ্গা বিলে মৎস্য চাষীদের মাঝে মাটি ও পানির উক্ত প্যারামিটার গুলো পরীক্ষা করা হয়। সেখানে সুভেন্দু বিশ্বাস নামে এক জন চাষী গলদা চিংড়ি ঘেরে লবনাক্ততা কত জানতে চান তখন পরীক্ষা করে তাকে বলা হয় ০ পিপিটি। সুচরিতা বিস্বাস নামে এক জন মাটির পিএইচ কত তা পরীক্ষা করতে আসেন।  পরীক্ষা করে ৭.০ পাওয়া যায় । এভাবে মৎস্য পরামর্শ সেবা মৎস্য চাষের জন্য যুগান্তকারী বলে তিনি মত প্রকাশ করেন।  এ সময় ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আবুবকর সিদ্দিক সহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য শ্লোগানে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ,  উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্যাপিত হচ্ছে । সারাদেশের ন্যায় ডুমুরিয়া উপজেলায়ও ০৭ দিন ব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

This post has already been read 2665 times!

Check Also

শাস্তি দিয়ে কারেন্ট জাল নিয়ন্ত্রণ করা যাবে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল …