রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

পাবনার দ্বীপচরে রাতের আঁধারে ইটের তৈরি পাঁকা দেওয়াল ভেঙ্গে দিল দূর্বৃত্তরা

রবিউল রনি: পাবনার দ্বীপচর ইতালি পাড়া এলাকায় ইতালি প্রবাসী মমিনুল ইসলাম গং এর রেজিস্ট্রেশন কৃত সম্পত্তির উপর নির্মিত পাঁচ ফুট উচু ইটের তৈরি পাঁকা দেওয়াল রাতের আঁধারে ভারাটিয়া সন্ত্রাসীর সহযোগিতায় ভেঙে দিয়ে গেছে দূর্বৃত্তরা।

গত শুক্রবার (১৬ জুন) দিন গত রাতে এই ঘটনা ঘটে। পুনরায় দেওয়াল তোলার ইচ্ছা করলে সপরিবারে হত্যার হুমকি দিয়ে যায় তারা। ভুক্তভোগী ইতালি প্রবাসী মমিনুল ইসলাম এর ভাই সুমন বিশ্বাস বলেন ইতালি প্রবাসী মাসুদ বিশ্বাস, জার্মান প্রবাসী নাসিম বিশ্বাস, টিপু বিশ্বাস, সামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে মকুল বকুল সন্ত্রাসী বাহিনীর দ্বারা এই ঘটনা ঘটানো হয়। এ বিষয়ে তিনি ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার ও সঠিক তথ্য যাচাই করে সুষ্ঠ বিচার প্রত্যাশা করেন। বিষয়টি নিয়ে পাবনার সদর থানায় একটি জিডি করা হয়, জিডি নং ১৫৩১।

This post has already been read 2089 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …