শুক্রবার , জানুয়ারি ২৪ ২০২৫

ইনডেক্স ফিডের উদ্যোগে ময়মনসিংহে খা্মারি প্রশিক্ষণ ও কারিগরি সভা অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় “ইনডেক্স ফিডের” উদ্যোগে খা্মারি প্রশিক্ষণ ও কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ( ২৬ আগস্ট) ময়মনসিংহ জেলার, মুক্তাগাছা উপজেলার, নাঙ্গুলিয়া বাজারে, মেসার্স কাজী তাপস এন্টারপ্রাইজের অধীনে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে খামার ব্যবস্থাপনা, মাছের সাধারণ রোগ-বালাই এবং রোগের প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে এক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় বর্তমান প্রতিযোগিতার বাজারে কীভাবে মৎস্য চাষীগণ আরো লাভবান হতে পারে এই বিষয়ে পরামর্শ দেন ইনডেক্স ফিড লি.-এর এ,জি,এম (ফিশারিজ-টেকনিক্যাল ম্যানেজার) মো. মাহবুবুল হাসান।

ইনডেক্স ফিড কোম্পানির পক্ষ থেকে সেমিনারটি সফল করায় ময়মনসিংহের মুক্তাগাছার কাজী তাপস এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কাজী রশীদুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সেমিনারে এলাকার প্রায় ৩০ জন গন্যমান্য ব্যক্তিবর্গ ও চাষি উপস্থিত ছিলেন।

This post has already been read 2876 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …