বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর বি. এসসি. এজি (অনার্স), লেভেল-৩, সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ মোট ৩১৭ (তিনশত সতেরো) জন শিক্ষার্থীর একটি দল আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

শিক্ষার্থীরা বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান ও ড. মো. ইমরান খান চৌধুরী। এরপর ড. কাজী এম বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিএআরআই এর কার্যক্রম ও সাফল্য সম্পর্কে ব্রিফিং প্রদান করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান। পরবর্তীতে শিক্ষার্থীবৃন্দ ইনস্টিটিউটের ফুল গবেষণা মাঠ এবং হাইড্রোপোনিক ল্যাব পরিদর্শন করেন।

This post has already been read 2648 times!

Check Also

বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. …