গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ফসলে পোকামাকড়ের সঙ্গরোধ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ এর সহযোগিতায় এবং ইউএসএআইডি মিশন, বাংলাদেশ এর অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।