শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

বারি’তে পোকামাকড়ের সংগনিরোধ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পোকামাকড়ের সংগনিরোধ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ এর সহযোগিতায় এবং ইউএসএআইডি মিশন, বাংলাদেশ এর অর্থায়নে আয়োজিত তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ড. মো. রেজাউল করিম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. রনগোস্বামী মুনিআপ্পান, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ, ভার্জিনিয়া টেক এবং ড. গুরু, ভাইস-প্রেসিডেন্ট ফর আউটরিচ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভার্জিনিয়া টেক।

This post has already been read 2388 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …