রবিবার , জানুয়ারি ১৯ ২০২৫

কৃষিপণ্যের রপ্তানি প্রসারে হর্টেক্স ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদানুযায়ী তাজা শাকসবজি, ফলমূল, আলু, ফুল, পান ও অন্যান্য প্রক্রিয়াজাত কৃষিপণ্যের গুণগতমান উন্নয়ন ও ভোক্তার সন্তুষ্টি সাধনে ফসল উৎপাদন থেকে শুরু করে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং বিপণন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত ও কারিগরি সেবা প্রসারিত করার লক্ষ্যে হর্টেক্স ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। হর্টেক্স ফাউন্ডেশন আন্তর্জাতিকমানের প্যাকেজিং, শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিপণ্য পরিবহনসহ রপ্তানিকারকদের রপ্তানি সংক্রান্ত বাজার তথ্য ও প্রযুক্তিগত সেবা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ভ্যালুচেইন অংশীজনদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।

কৃষিপণ্যের রপ্তানি প্রসারে হর্টেক্স ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত বক্তাগণ এসব কথা বলেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) হর্টেক্স ফাউন্ডেশন এর সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

হর্টেক্স ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো: রফিকুল আমিন সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সচিব (সম্প্রসারণ অণুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ড. মো. রেজাউল করিম। সভায় হর্টেক্স ফাউন্ডেশন এর যুগ্ম পরিচালক (বিপণন) মিটুল কুমার সাহা কার্যপত্র উপস্থাপন করেন।

হর্টেক্স ফাউন্ডেশন পরিচালনা পর্ষদের ২ জন পরিচালক; প্রতিনিধি সাধারণ পর্ষদ ও এসোসিয়েট মেম্বার; বাংলাদেশ ফ্রুটস, ভেজিটেবলস এন্ড এলাইড প্রডাক্টস এক্সপোর্টার্স এসোসিয়েশন; বাংলাদেশ এগ্রোপ্রসেসরস এসোসিয়েশন; বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স এসোসিয়েশন; বাংলাদেশ ফ্লাওয়ার্স এসোসিয়েশন; বাংলাদেশ ফ্লাওয়ার্স গ্রোয়ার্স এক্সপোর্টার্স এসোসিয়েশন এর রপ্তানিকারক সভায় উপস্থিত থেকে শাকসবজি, ফলমূল, আলু, ফুল ও বিভিন্ন প্রক্রিয়াজাত কৃষিপণ্যের সার্বিক রপ্তানি উন্নয়ন ও হর্টেক্স ফাউন্ডেশন এর ৫(পাঁচ) বছর মেয়াদী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় সকল রপ্তানিকারকবৃন্দ বিভিন্ন কৃষিপণ্যের গুণগতমান, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্যাকেজিং ও আন্তর্জাতিক বাজার সংযোগ উন্নয়ন এবং আমদানিকারক দেশের চাহিদা ও শর্ত সম্পর্কে বিশদ তথ্য সংগ্রহ করে রপ্তানি উন্নয়নের পরিকল্পনা গ্রহণের সুপারিশ প্রদান করেন। এছাড়া সভায় কৃষিপণ্যের রপ্তানি উন্নয়নে ফসল ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ, এগ্রিকালচারাল মার্চেন্ডাইজিং ও কুলচেইন ব্যবস্থাপনার পথ নকশা তৈরির উপর গুরুত্বারোপ করা হয়।

হর্টেক্স ফাউন্ডেশনকে কারিগরি এবং আর্থিকভাবে শক্তিশালী করা প্রয়োজন বলে সভায় উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বিপণন সহজতর হবে এবং সার্বিক রপ্তানিতে ইতিবাচক প্রভাব পড়বে।

This post has already been read 2388 times!

Check Also

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য মজুদ নিশ্চিত করতে হবে

সিরাজগঞ্জ সংবাদদাতা:  চলতি আমন সংগ্রহ ২০২৪-২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী …