মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

সিলেট সদরে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচী

সিলেট সংবাদদাতা: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল সিলেট সদরের উদ্দেশ্য  শনিবার থেকে ছাগল-ভেড়ার পিপিআর  রোগ নিমূর্লের উদ্দেশ্য পিপিআর টিকাদান কর্মসূচি ৮নং কান্দিগাঁও ইউনিয়ন থেকে শুরু হয়েছে। রবিবার ৩নং খাদিমনগর ইউনিয়নে সবগুলো ওয়ার্ডে টিকা প্রদান করা হয়। টিকাদান কর্মসূচি সাথর্কভাবে সম্পূর্ণ করার জন্য সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু সরজমিন  টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, দেশ থেকে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূল না হওয়ায় বিদেশে মাংস রপ্তানি ব্যাহত হচ্ছে। এজন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় আগামী ৯ তারিখ পর্যন্ত দেশব্যাপী এ টিকদান কর্মসূচি চলমান থাকবে। সকলকে এ কর্মসূচি সফল করার জন্য তিনি আহব্বান জানান । ৮নং কান্দিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ প্রাণিসম্পদ দপ্তরের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 4963 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …