মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

লেখনির মাধ্যমে প্রতিশ্রুতিশীল জাত ও প্রযুক্তি বিস্তার

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর এর উদ্যোগে বিএআরআই উদ্ভাবিত প্রতিশ্রুতিশীল জাত ও প্রযুক্তি বিস্তার সম্পর্কিত কর্মশালা সোমবার (০২ অক্টোবর) সিরডাপ মিলনায়তন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

বারি বিজ্ঞানীরা এযাবৎ ফসলের ৬৫০ টি উন্নত জাত ও ৬৪০ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। জাতগুলোর মধ্যে আছে উচ্চ ফলনশীল, পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী, রোগ প্রতিরোধী এবং উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ উন্নত জাত যার অনেকগুলো কৃষক পর্যায়ে ব্যপকভাবে সমাদৃত।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

উক্ত কর্মশালায় কৃষি বিষয়ক সাংবাদিকতার সাথে সম্পৃক্ত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

This post has already been read 2841 times!

Check Also

আমদানি নির্ভরতা নিরসনে যুগান্তকারী উদ্যোগ: দেশেই তৈরি হবে হোল ফিড কম্বাইন হারভেস্টার

সি‌লেট সংবাদদাতা: দেশের কৃষি যান্ত্রিকীকরণে আমদানি নির্ভরতা নিরসনে যুগান্তকারী এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ধান …