রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

কাজী ফার্মস ও সাগুনা ফুডস অ্যান্ড ফিডস’কে সাড়ে ৮ কোটি টাকা জরিমানা!

এগ্রিনিউজ২৪.কম: পোল্ট্রি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দায়ে  কাজী ফার্মসকে ৫ কোটি টাকা এবং সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

সোমবার (৯ অক্টোবর) এ সংক্রান্ত মামলার রায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিযোগিতা আইন ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে কাজী ফার্মসকে ৫ কোটি এবং সাগুনাকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করে কমিশন।

এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, বিবাদীদের কমিশনের রায় পড়ে শোনানো হয়েছে। এ সময় তাদের নিয়োগকৃত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এখন তারা চাইলে আপিল করতে পারবেন। সেটা একান্ত তাদের বিষয়।

This post has already been read 4854 times!

Check Also

সাড়ে ৬ টাকা দরে ভারতীয় ডিম এলো বাংলাদেশে!

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: ডিম আমদানির অনুমতির পর চতুর্থ চালানে এবার ভারত থেকে ডিম আমদানি হলো সাড়ে …