এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: দেশের পোল্ট্রি শিল্পের অত্যন্ত পরিচিত মুখ এবং এক্সিল এগ্রোভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোর্শেদ আলম (জন) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রজেউন)। তিনি আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তকাল করেন।
কৃষিবিদ জন দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় চিকিৎসারত ছিলেন।
আগামীকাল বুধবার (২৫অক্টোবর) সকাল ১১টায় কৃষিবিদ ইন্সটিটিউশন চত্বরে ১ম জানাজা এবং বাদ যোহর মহাখালী জামে মসজিদে মরহুমের ২য় জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কৃষিবিদ মোরশেদ আলম প্রাণিস্বাস্থ্য সেবা খাতের সংগঠন আহ্কাব এর প্রতিষ্ঠাতা সদস্য, ওয়াপসা-বিবি’র সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ এনিমেল এগ্রিকালচার সোসাইটি’র (বিএএএস) সভাপতি ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।