মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

বাপকা’র পোর্টফোলি নির্বাচন আগামীকাল (রবিবার)

এগ্রিনিউজ২৪.কম: দেশের মৎস্য স্বাস্থ্যসেবা খাতে পণ্য সরবরাহকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন (BAPCA) এর পোর্টফোলি নির্বাচন আগামীকাল (২৯ অক্টোবর) রবিবার। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রাজধানীর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, সাইট# ৬৮, ৫ম তলা, মিরপুর#০১ -এ উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে বাপকার’ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, আগামী দুই বছরের (২০২৪-২৫ সন) জন্য কার্যকরি পরিষদের ১৭ জন পরিচালক ইতিমধ্যেই বিন‍া প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই পরিচালকের মধ্য থেকে আগামীকাল সভাপতি, সহ-সভাপতি ১, সহ-সভাপতি ২, সেক্রেটারি জেনারেল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি পদে পোর্টফোলিও নির্বাচন করা হবে। উল্লেখিত ৭টি পদে যারা ও যে পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়বেন, তাঁরা হলেন-

উল্লেখ্য যে, নির্বাচনের দিন বিকেল ৫টার মধ্যে ফলাফল জানিয়ে দেয়া হবে বলে- বাপকা সূত্র নিশ্চিত করেছে।

বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৭ জন পরিচালকবৃন্দরা হলেন যথাক্রমে : (১) মুহাম্মদ হাবিবুর রহমান-এডভান্স এগ্রোটেক বাংলাদেশ (২) মোহাম্মদ মনিরুল হক খান-একোয়াটেক মাল্টিপারপাস হ্যাচারী লি. (৩) মো. জামিল হোসেন-গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড (৪) সনাতন ঘোষ-ক্যাটাপোল বায়োসাইন্স লিমিটেড (৫) মোতাসিম বিল্লাহ-হ্যালিকন এন্টারপ্রাইজ (৬) মো. জাহাঙ্গীর আলম-অলওয়েলস মার্কেটিং লিমিটেড (৭) মো. খায়রুল কবীর-কাস ট্রেড (৮) জোবায়ের আব্দুল্লাহ জামান- এগ্রোকেয়ার লিমিটেড (৯) শহীদুল আলম চৌধুরী- গোল্ডেন একুয়াটেক (১০) মোহাঃ আনোয়ার হোসেন-সেঞ্চুরী এগ্রো লিমিটেড (১১) আব্দুল্লাহ আল আজিম-ওয়াইজম্যান গাইডেন্স লিমিটেড (১২) মোহাম্মদ আফতাব আলম-ইমপেক্স মার্কেটিং লিমিটেড (১৩) মাহমুদুল হাসান-নিয়নস লিমিটেড (১৪) মোহাম্মদ খোরশেদ আলম-ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিমিটেড (১৫) মদন কুমার বর্মন-জেনিক একুয়া (১৬) মোহাম্মদ তারেক সরকার ফিসটেক (বিডি) লিমিটেড (১৭) তাহমিনা আক্তার লিমা-ফিনিক্স ফার্মা লিমিটেড

This post has already been read 2213 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …