রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

বাপকা’র নতুন সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক মনিরুল

এগ্রিনিউজ২৪.কম: দেশের মৎস্য স্বাস্থ্যসেবা খাতে পণ্য সরবরাহকারীদের সংগঠন বাংলাদেশ অ্যাকোয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন (BAPCA) এর পোর্টফোলি নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) বিকেলে আগামী দুই বছরের (২০২৪-২৫ সন) জন্য উক্ত নির্বাচন সম্পন্ন হয়। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় এডভান্স এগ্রোটেক বাংলাদেশ -এর চেয়ারম্যান মুহাম্মদ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একোয়াটেক মাল্টিপারপাস হ্যাচারী লি. -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল হক খান।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ক্যাটাপোল বায়োসাইন্স লিমিটেড-এর পরিচালক সনাতন ঘোষ ও অলওয়েলস মার্কেটিং লিমিটেড -এর চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হিসেবে গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মো. জামিল হোসেন, কোষাধ্যক্ষ হিসেবে হ্যালিকন এন্টারপ্রাইজ -এর ম্যানেজিং পার্টনার মোতাসিম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যগণ হলেন- মো. খায়রুল কবীর-কাস ট্রেড, জোবায়ের আব্দুল্লাহ জামান-এগ্রোকেয়ার লিমিটেড, শহীদুল আলম চৌধুরী-গোল্ডেন একুয়াটেক, মোহা. আনোয়ার হোসেন-সেঞ্চুরী এগ্রো লিমিটেড, আব্দুল্লাহ আল আজিম-ওয়াইজম্যান গাইডেন্স লিমিটেড, মোহাম্মদ আফতাব আলম-ইমপেক্স মার্কেটিং লিমিটেড, মাহমুদুল হাসান-নিয়নস লিমিটেড, মদন কুমার বর্মন-জেনিক একুয়া, মোহাম্মদ তারেক সরকার ফিসটেক (বিডি) লিমিটেড এবং তাহমিনা আক্তার লিমা-ফিনিক্স ফার্মা লিমিটেড।

নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান নিত্যরঞ্জন বিশ্বাস -এর নেতৃত্বে কমিশনের অপর দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক রফিকুজ্জামান বকুল এবং অধ্যাপক সাহাব উদ্দিন।

এর আগে, আগামী দুই বছরের (২০২৪-২৫ সন) জন্য কার্যকরি পরিষদের ১৭ জন পরিচালক ইতিমধ্যেই বিন‍া প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত এই পরিচালকের মধ্য থেকে আজ সভাপতি, সহ-সভাপতি ১, সহ-সভাপতি ২, সেক্রেটারি জেনারেল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার, অর্গানাইজিং সেক্রেটারি পদে পোর্টফোলিও নির্বাচন সম্পন্ন হয়।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে রাজধানীর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, সাইট# ৬৮, ৫ম তলা, মিরপুর#০১ -এ উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

[কে কত ভোটে নির্বাচিত হলেন সেটি দেখতে এখানে ক্লিক করুন]

This post has already been read 4065 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …