আব্দুল কাইয়ূম (পাবনা) : পাবনায় সরকার এর উন্নয়ন তহবিল হতে কৃষি ও শিক্ষা উপকরণ,খেলার সামগ্রী বৃক্ষ রোপণ কর্মসূচী সহ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১১টা সদর উপজেলার হারিবাড়ীয়া চেয়ারম্যান অফিস প্রাঙ্গণে মালঞ্চি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ ইউনিয়ন বাসী
সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার এর সভাপতিত্বে ও মালঞ্চি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহাম্মেদের সঞ্চালনায় আলোচনায় বক্তব্যে প্রধান অতিথি জানান র্স্মাট বাংলাদেশ বির্নিমান দেশনেত্রী শেখ হাসিনার ভিশন এরই ধারাবাহিকতায় শিশুদের শিক্ষার পাশাপাশি ক্রিড়া বিষয়ক আগ্রহী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন সরকার কৃষি বান্ধব বলেই কৃষিতে ভর্তুকির পরিমাণ বেরেছে আধুনিক প্রযুক্তির গবেষণা ও প্রয়োগ বেরেছে তাই কৃষি এখন উন্নয়ন সম্ভাবনার দ্বার প্রান্তে।
এ সময় মালঞ্চি ইউনিয়ন এলাকার ১৭০ জন তৃণমূল কৃষকে স্প্রে মেশিন শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী বিতরন করা হয়।