মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

পিরোজপুরের কাউখালীতে সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পিরোজপুরের কাউখালীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ এবং সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) উপজেলার সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআরডিআইর মহাপরিচালক মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন এসআরডিআই’র বিভাগীয় গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম আকন, পটুয়াখালী এসআরডিআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এফ এম মামুন এবং আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা এসআরডিআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসআরডিআই’র বিভাগীয় গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তা সানজিদা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, উদ্ভিদ ও প্রাণীকূল পারস্পরিক নির্ভরশীল। আর পুষ্টি উপাদান এদের খাদ্য তৈরির উৎস। এ কাজের সহযোগিতায় করে সূর্যের আলো। তাই এসব অনুকূল পরিবেশ বজায় রাখা চাই। এজন্য প্রয়োজন মাটির স্বাস্থ্য ভালো থাকা। তা বাস্তবায়নে দরকার জমিতে সুষম সার ব্যবহার। তবেই ফসলের উৎপাদনশীলতা অক্ষুন্ন থাকবে।

প্রশিক্ষণে গোপালগঞ্জ-খুলনা-বাহেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এসআরডিআই অংগ)  আওতাধীন ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 2590 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …