বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪

দেশজুড়ে টিআরপি দিবস পালন করছে এসিআই এনিমেল হেলথ

এগ্রিনিউজ২৪.কম: সারাদেশ জুড়ে এসিআই এনিমেল হেলথ এর উদ্যোগে টিআরপি দিবস পালন করা হচ্ছে। আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় টিআরপি দিবসের উদ্বোধন করেন এসিআই এনিমেল হেলথ এর হেড অব বিজনেস মোহাম্মদ আমজাদ হোসেন।

তিনি বলেন, “দেশের গবাদিপ্রাণির  জন্য নিরাপদ খাদ্য সহায়ক হিসাবে টিআরপি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খামারের অধিক দুধ ও মাংস উৎপাদনের জন্য সাশ্রয়ী প্রাকৃতিক খাদ্য সহায়ক হিসাবে টিআরপি অনন্য।”

এসিআই এনিমেল হেলথ এর ন্যাশনাল সেলস ম্যানেজার ডা. মো. ফয়সাল ফেরদৌস বলেন, “অধিক উৎপাদনের জন্য খামারিদের প্রয়োজন বিজ্ঞানসম্মত সমাধান। এনার্জি বুস্টার হিসাবে টিআরপি গবাদিপ্রাণির সঠিক উতপাদনশীলতা নিশ্চিত করে।”

এসময় এসিআই হেলথ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে সাশ্রয়ী মূল্যে গবাদিপ্রাণির দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর জন্য টিআরপি আদর্শ, নিরাপদ ও পরিপূর্ণ খাদ্য সহায়ক বলে দাবী করেছে এসিআই। এছাড়াও হাই কোয়ালিটি এনার্জি সাপ্লিমেন্ট, সহজে হজমযোগ্য, উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত পিলেট এবং ২ বছর পর্যন্ত খাদ্যের গুণাগুণ অক্ষুন্ন থাকে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

This post has already been read 5107 times!

Check Also

বিএলআরআইতে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৪’ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সমাপ্ত গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি …