বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪

কৃষি ক্যাডার কর্মকর্তাদের মৌসুমব্যাপী আইপিএম টিওটি কোর্স ২০২৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ৬০ দিনব্যাপী “মৌসুমব্যাপি আইপিএম প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ২০২৩” এর মাঠ দিবস হর্টিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনায় (০৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বত্তব্যকালে পরিচালক বলেন, বালাই দ্বারা আমাদের দেশে ধান ফসলে শতকরা ১৬ ভাগ ও সবজি ফসলে ২৫ ভাগ ক্ষতি হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলে নতুন নতুন পোকা মাকড় ও রোগ বালাইয়ের আক্রমণ বাড়ছে। অনেক অপ্রধান পোকা প্রধান পোকায় পরিণত হচ্ছে। আর এই পোকা মাকড় মারতে এলোপাতাড়ি কীটনাশক স্প্রে করা হচ্ছে, তাতে ক্ষতিকর পোকার পাশাপাশি উপকারি পোকাও মারা যাচ্ছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, খাদ্য হচ্ছে অনিরাপদ। নিরাপদ খাদ্য উৎপাদনে আইপিএম এর নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। প্রধান অতিথি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলেন স্মার্ট বাংলাদেশ গড়বো, অনাবাদি পতিত জমি রাখবো না, প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করবো। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে প্রতি ইঞ্চি জমির সুষ্ঠ ব্যবহার ও পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদনে মৌসুমব্যাপি প্রশিক্ষণে আহরিত জ্ঞান মাঠে বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. সালাহ্ উদ্দীন সরদার, প্রকল্প পরিচালক, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কোর্স কো-অর্ডিনেটর ও আইপিএম স্পেশালিস্ট কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষিবিদ সরকার শফি উদ্দীন আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডক্টর মো. জামাল উদ্দীন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; কৃষিবিদ এ.এফ.এম. গোলাম ফারুক হোসেন, উপপরিচালক, হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা। এছাড়া উপস্থিত ছিলেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, আটঘরিয়া উপজেলার উপজেলা কৃষি অফিসার, কোর্স সমন্বয়কারীগণ, কৃষি তথ্য সার্ভিস, পাবনা সহকারী তথ্য অফিসারসহ আমন্ত্রিত অন্যান্য অতিথি ও কৃষক-কৃষাণী।

প্রশিক্ষণার্থী হিসেবে বিসিএস কৃষি ক্যাডার ৩৬-৪০ তম ব্যাচের ৪০ জন কর্মকতা প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স ২০২৩ এ অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানের পূর্বে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের লব্ধ জ্ঞান ও প্রযুক্তি ০৬ টি স্টলে স্বচিত্র প্রদর্শন করেন। এছাড়া প্রশিক্ষণার্থীরা বালাইনাশক ব্যবহারের ওপর নির্মিত ১টি নাটিকা উপস্থাপন করেন।

This post has already been read 1576 times!

Check Also

খুলনা উপকূলের পতিত জমিতে লবন সহিষ্ণু ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চাষ

ফকির শহিদুল ইসলাম (খুলনা): দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার অধিকাংশ জমি বিভিন্ন মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত । এই …