মঙ্গলবার , জানুয়ারি ২১ ২০২৫

আহ্ছানিয়া মিশনের উদ্যেগে গাজীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক: হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে গাজীপুর আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী এই কার্যক্রমে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা  পুনর্বাসন কেন্দ্র গাজীপুরের মেডিকেল অফিসার ডা: হাসিব আহমেদ খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি মেডিকেল টিম এই ক্যাম্প পরিচালনা করে।

উক্ত ক্যাম্পে অত্র এলাকার ১৪৫ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ, ওজন পরিমাপ, রক্তচাপ নির্ণয় ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

This post has already been read 1761 times!

Check Also

জনগণের সেবার প্রতি সদা জাগ্রত থাকতে হবে -সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, জনগণের সেবার প্রতি সদা জাগ্রত …