নেত্রকোনা: গত ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল এসিআই এনিমেল জেনেটিক্স কত্ক আয়োজিত কৃত্রিম প্রজনন সম্প্রসারণ এব; ব্যাবস্হাপনা বিষয়ক প্রোজেনী শো ও বার্ষিক এল-এ কনফারেন্স ২০২৩। নেত্রকোনার মদনে অনুষ্ঠিত উক্ত অনুস্ঠানে মদন, আটপাড়া এব; খালিয়াজুড়ি উপজেলায় গবাদিপশু পালনকারী খামারীগন আ;শগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় খামারিদের কাছে থেকে এসি আই এর হিমায়িত সিমেন বা বীজ দ্বারা উৎপাদিত হলস্টিন ফ্রিজিয়ান এব; শাহীওয়াল জাতের ৪০ টি স;কর বাছুর প্রদর্শীত হয়।
এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক দীলিপ কুমার সরকার, এসিআই এনিমেল জেনেটিক্সের চীফ এডভাইজার ডা: অরবিন্দ কুমার সাহা, এসিআই এনিমেল জেনেটিক্সের প্রডাক্ট এক্সিকিউটিভ ডা; মাহবুবুর রহমান, সিনিয়র এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু ও দুধ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের সাথে নিয়ে এসিআই এনিমেল জেনেটিক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এতে কৃষকরা অনেক লাভবান হচ্ছে যার ফলসরূপ বা;লাদেশ খাদ্যেস্বয়ংসম্পূর্ণতা অজ্ন এব; প্রানিজ আমিষের নিরবিচ্ছিন্ন সরবরাহ করছে।
বিশেষজ্ঞ বক্তৃা হিসাবে ডা: অরবিন্দ কুমার সাহা, জাত উন্নয়নের ইতিহাস এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন সাথে বাছুরের পরিচর্যা বিষয়ে বিস্তার আলোচনা করেন।
সমাপনী বক্তব্য এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর এবং অনুষ্ঠানের সভাপতি মোজাফফর উদ্দিন আহম্মেদের জানান, তারা সবসময় খামারি ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এদেশে দুগ্ধ শিল্পের বিকাশে এসিআই এর হিমায়িত সিমেন বা বীজের গুরুত্ব আলোকপাত করেন।