শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪

মৎস্য অ‌ধিদপ্ত‌র ডিজি’র সাথে স্কয়ার এগ্রোভেট প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: মৎস্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এর প্রতিনিধিবৃন্দ। আজ সোমবার (৮ জানুয়ারি) সকালে সৌজন্য সাক্ষাতের সময় নব নিযুক্ত মহাপরিচালককে স্কয়ার এগ্রোভেট ডিভিশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রতিনিধিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন  মো. আবদুল্লাহ আল নোমান (সিনিয়র এক্সিকিউটিভ, রেগুলেটরি এফেয়ার্স এন্ড লজিস্টিকস) এবং মো. মেহেদী হাসান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, এ্যাকুয়া) ।

প্রতিনিধিবৃন্দ জানান, দেশের মৎস্যখাতের উন্নয়নে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি (এগ্রোভেট ডিভিশন) এর অবদানের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে উন্নয়নের এই অগ্রযাত্রায় স্কয়ারের সাথে একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

This post has already been read 11066 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …