বুধবার , মার্চ ১২ ২০২৫

এসিআই সীড ক্রপ শো উইন্টার-২০২৩ অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: যশোরে এসিআই সীড ক্রপ শো উইন্টার-২০২৩ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। এসিআই সীড ক্রপ শো উইন্টার ২০২৩ এ মোট ১৯ ফসলের ৯৪টি জাত অংশগ্রহণকারীদের নিকট প্রদর্শন করা হয়। এখানে সারা বাংলাদেশ থেকে ১০২ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বৃহত্তর যশোর অঞ্চলের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রপ শোতে আরো উপস্থিত ছিলেন, এসিআই সীডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ, বিজনেস অপারেশন ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাইফুর রহমানসহ জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ শাহিনুর রহমান।

ক্রপ শোতে আরো অংশগ্রহন করেন, বিভিন্ন স্বনামধন্য সীড কোম্পানির প্রতিনিধিগণ।

This post has already been read 2530 times!

Check Also

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহী সংবাদদাতা: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ …