সোমবার , জানুয়ারি ২৭ ২০২৫

বারিতে নিরাপদ সবজি উৎপাদনের জন্য প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ (১৫ জানুয়ারি)  বারি’র সেমিনার কক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর অর্থায়নে চলমান “Up- scaling of BARI developed biorational based insect pest management technologies for safe vegetables production” শীর্ষক প্রকল্পের একটি প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) ড. শাহ্ মো. হেলাল উদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, বারি’র বিভিন্ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত।

This post has already been read 2179 times!

Check Also

কৃষি বিষয়ক তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে- কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষি বিষয়ক তথ্য …