Friday , April 18 2025

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি ছফি উল্লাহ, সাধারণ সম্পাদক আল মামুন

সিকৃবি সংবাদদাতা : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ডা. মোহাম্মদ আল মামুন কে নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. জীতেন্দ্র নাথ অধীকারী তাঁদেরকে নির্বাচিত ঘোষণা করেন।

এছাড়াও সহ-সভাপতি ড. আনজুমান আরা, কোষাধ্যক্ষ  ড. অসীম সিকদার, যুগ্ম সম্পাদক ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ এবং সদস্য পদে ড. মো. শহীদুল ইসলাম, ড. মো. শাহ্ আলমগীর, ড. মো. মোশারফ হোসেন সরকার, তন্বী দে, মো. জানিবুল আলম সোয়েব, ডাঃ মো. মাসুদ পারভেজ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৪ -এ একমাত্র গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ায়  কার্যনির্বাহী কমিটির ১১টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

This post has already been read 2566 times!

Check Also

এগ্রো প্রফেশনাল’স অব বাংলাদেশের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দলমত নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতায় দেশের কৃষি ও প্রাণিজ আমিষ খাতকে এগিয়ে নেওয়ার …