শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সচিবের সাথে বাপকা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎৃ

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মো. আব্দুর রহমান, এমপি, সচিব ও অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অ্যাকোয়া প্রোডাক্টস কোম্পানিজ এসোসিয়েশন (বাপকা) নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নেতৃবৃন্দ এ সময় নব নিযুক্ত মন্ত্রী ও সচিবদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ  সময় উপস্থিত ছিলেন বাপকা’র সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সহ সভাপতি সনাতন ঘোষ, সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক  মনিরুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন, কোষাধ্যক্ষ মোতাসিম বিল্লাহ তারেক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, কার্যনির্বাহী সদস্য  মো: তারেক সরকার, মোঃ খায়রুল কবির ও মাহমুদুল হাসান।

সাক্ষাতের সময় বাপকা নেতৃবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মৎস্য সেক্টরের অবদান তুলে ধরেন এবং সেক্টরের উন্নয়নে মন্ত্রণালয়ের সহযোগিতা চান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সচিবগণ নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

This post has already been read 1957 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …