রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কৃষিমন্ত্রীর

মৌলভীবাজার সংবাদদাতা: শীতার্ত ও অসহায় চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের কোন মানুষের পেটে যাতে ক্ষুধা না থাকে, সেলক্ষ্যে আমি কাজ করে যাবো। ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সবাইকে একত্রে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও  উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

This post has already been read 1920 times!

Check Also

ময়মনসিংহে তারুণ্যের সভায় মাদকমুক্ত জীবনের শপথ

ময়মনসিংহ সংবাদদাতা: উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে ময়মনসিংহের …