আসাদুল্লাহ (ফরিদপুর) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের আঞ্চলিক সভা বৃহস্প্রতিবার (১ ফেব্রুয়ারি) মাদারিপুর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ হারুন-অর- রশীদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারিপুর ডাল গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, গবেষণা ভাংগা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রুহুল আমীন, রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মাদারিপুরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, গোপালগঞ্জের উপপরিচালক, আঃ কাদের সরদার, হর্টিকালচার সেন্টার ফরিদপুরের উপপরিচালক, মোঃ জসীম উদ্দিন, হর্টিকালচার সেন্টার রাজবাড়ির উপপরিচালক, এস এম সালাহউদ্দিন।
সভায় বক্তাগণ বলেন, বোরো মৌসুমে ধানের জমিতে ফরিদপুর অঞ্চলে এক যোগে পাচিং উৎসব করতে হবে। অন্য ফসল করতে গিয়ে ধানের আবাদ কমানো যাবে না। ধানের আবাদ বাড়াতে হবে। এপিএ এর বিপোর্ট যথা সময়ে আপলোড করতে হবে। নিরাপদ ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি বিভাগের সেবা কৃষকের দোড়গোড়ে পৌছানোর জন্য উপসহকারি কৃষি কর্মকতাসহ উপজেলা কৃষি কর্মকর্তাদের মাঠ পর্য়ায়ের কার্যক্রম জোড়দার করতে হবে।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।