শনিবার , মার্চ ১৫ ২০২৫

ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২২-২৩” উদ্বোধন ০৮ ফেব্রুয়ারি

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সাতদিন ব্যাপি “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২২-২৩” উদ্বোধন হবে আগামীকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি)। সকালে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, এমপি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহ্সান রাসেল এমপি, এবং কৃষি মন্ত্রণালয়ের  সচিব ওয়াহিদা আক্তার।

সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চেয়ারম্যান বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি জেকুন সি, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি।

কর্মশালায় গবেষণা অগগ্রতি এবং অর্জন ২০২২-২৩ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ।

১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ব্রি ১১৫টি ধানের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে ১০৭টি ইনব্রিড এবং ৮টি হাইব্রিড জাত রয়েছে।

This post has already been read 4806 times!

Check Also

“রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন”-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রংপুর সংবাদদাতা: রংপুর প্রাইভেট ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন-এর বার্ষিক বনভোজন গত শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনাজপুরের নবাবগঞ্জে …