শনিবার , ফেব্রুয়ারি ২২ ২০২৫

ওসিপি, মরক্কো প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: ওসিপি, মরক্কো প্রতিনিধি দল আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বারি’র সাবেক পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোহাম্মদ হোসেন বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ; ড. আশুতোষ সরকার, বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, জিআইএফএস, বিএআরসি; ড. শিব কুমার আগারওয়াল, কো-অর্ডিনেটর, আইসিএআরডিএ এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

This post has already been read 2040 times!

Check Also

বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (১২ ফেব্রুয়ারি) …