গাজীপুর সংবাদদাতা: কৃষি সচিব ওয়াহিদা আক্তার গত বৃহস্পতিবার (০৮) গাজীপুরে বায়োটেকনোলজি বিভাগের 3R-জিন লেট ব্লাইট প্রতিরোধী আলুর কনফাইন্ড ফিল্ড ট্রায়াল (CFT) সাইট পরিদর্শন করেন। এ সময় নির্বাহী চেয়ারম্যান,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ড. শেখ মোহাম্মদ বখতিয়ার;মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ড. দেবাশীষ সরকার; যুগ্মসচিব, গবেষণা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, জনাব রেহানা ইয়াছমিন; যুগ্মসচিব, গবেষণা অধিশাখা, কৃষি মন্ত্রণালয় ড. সাবিনা ইয়াসমিন; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম; পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম; পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এবং বারির সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
লেট ব্লাইট রোগের বিরুদ্ধে 3R-জিন আলুর রোগ প্রতিরোধী কার্যকারিতা দেখে সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন । নাবিধ্বসা রোগ বিশ্বব্যাপী আলুর প্রধান রোগ। ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার গ্রোবাল বায়োটেক পটেটো পার্টনারশি প্রকল্পের সহায়তায় মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধায়নে ফিল্ড ট্রায়ালটি পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের জন্য নাবিধ্বসা রোগ প্রতিরোধী আলুর জাত উদ্ভাবন করা।