বুধবার , অক্টোবর ৩০ ২০২৪

বারিতে সবজি উৎপাদনে ক্ষতিকারক মাইট নিয়ন্ত্রণের জন্য কর্মশালা

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বারি’র কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এর অর্থায়নে বারিতে সবজি উৎপাদনে ক্ষতিকারক মাইট নিয়ন্ত্রণ   শীর্ষক সমাপনী কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম। অনুষ্ঠানে  বিশেষজ্ঞ বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য কীটতত্ত্ববিদ অধ্যাপক মাহবুবা জামান।

এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারি’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত।

উক্ত গবেষণা কার্যক্রম সম্পাদিত হয় “ডেভেলপমেন্ট অব ম্যাস রেয়ারিং প্রটোকল অব বেনিফেসিয়াল প্রেডেট্রয় মাইট এন্ড দিয়ার ফিল্ড এপ্লিকেশন ফর কন্ট্রোল অব হার্মফুল মাইটস ইন ভেজিটেবল ক্রপস” প্রকল্প এর আওতায়।

This post has already been read 1489 times!

Check Also

ব্রিতে ব্রিডার বীজ বিতরণ উদ্বোধন

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বোরো ২০২৪-২৫ মওসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন …