মো: এমদাদুল হক (পাবনা): আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যেমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (১ সংশোধিত) আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনার আয়োজনে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে পাবনা জেলার ৯টি উপজেলার ৩০ জন উদ্যোগী ও অগ্রসর কৃষকদের নিয়ে ২দিনব্যাপী (২৮-২৯ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: জামাল উদ্দীন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো: সাইফুল ইসলাম ।
প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যেমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে প্রকল্পভুক্ত জেলাসমূহের কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে। কৃষক-কৃষাণিদের কৃষিতে কারিগরি জ্ঞান, জৈব কৃষি, বালাই মুক্ত নিরাপদ কৃষি, উচ্চমূল্য ফসল, ফল গাছের টপ ওয়ার্কিং, পলিনেট হাউজ ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ কৌশল ইত্যাদি বিষয়সমূহে কৃষিজীবিরা যথেষ্ট পারদর্শিতা অর্জন করছেন। ফলশ্রুতিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যেমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প স্বার্থকভাবে এগিয়ে চলছে।
তিনি প্রদর্শনীভূক্ত কৃষকসহ উদ্যোগী ও অগ্রসর কৃষকদের নিবেদিতভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।
প্রশিক্ষণে, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো: রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো: আব্দুল মজিদ ও অনান্য প্রশিক্ষকগণ।