বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

বরিশালে কৃষি প্রযুক্তি বিস্তারে ই.কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি প্রযুক্তি বিস্তারে ই.কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) নগরীর  খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। দিনব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রেজাউল হাসান এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক।

প্রশিক্ষণে কৃষির আধুনিক প্রযুক্তিগুলো ই.কৃষির মাধ্যমে কীভাবে মাঠপর্যায়ে ছড়ানো যায় সে বিয়য়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় স্থাপিত কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

This post has already been read 2068 times!

Check Also

জৈব পদার্থ মাটির হার্ট- বরিশালে বিনার মহাপরিচালক

নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম …