বুধবার , জানুয়ারি ২২ ২০২৫

আহকাব এর ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: পোল্ট্রিসহ প্রাণীজ স্বাস্থ্য ও পুষ্টি পণ্য উৎপাদনকারী, আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সমূহের একমাত্র বাণিজ্যিক সংগঠন (Animal Health Companies Association of Bangladesh (AHCAH)- এর ২১তম বার্ষিক সাধারণ সভা ১৬ মার্চ (শনিবার) গ্র্যান্ড বল রুম, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হয়।

আহকাব সভাপতি সায়েম উল হক এর স্বাগত বক্তব্যের পর সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, বার্ষিক প্রতিবেদন, অডিট প্রতিবেদন, ২০২৪ সনের বাজেট প্রস্তাব, অডিটর নিয়োগসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়।

এছাড়াও সভায় উম্মুক্ত আলোচনা সদস্যগণ দেশের প্রাণীজ খাতের বিভিন্ন সমস্যার বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। কার্যনির্বাহী কমিটির সদস্যগণ বিষয়গুলো সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আশ্বস্থ করেন।

বার্ষিক সাধারণ সভার পরপরই দেশের প্রাণীস্বাস্থৗ খাত সংশ্লিষ্ট বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে যেখানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য পরিচালকগণসহ উধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কৃষিভিত্তিক সংবাদমাধ্যম ব্যক্তিবর্গ ও দেশের জনগন, সমগ্র মুসলিম উম্মাহ, আহকাব সদস্য ও তাঁদের পরিবারবর্গের সার্বিক কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে ইফতার এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

This post has already been read 2002 times!

Check Also

SAU Hosts Intern Orientation Program in collaboration with Square Agrovet

SAU Correspondent: Sher-E-Bangla Agriculture University (SAU) held the Intern Orientation Program 2023 for students entering …