বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নতুন কমিটি গঠন

বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর গণতান্ত্রিক শিক্ষক ফোরাম-১৪৩১ বঙ্গাব্দের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মাইক্রোবায়োলজি এন্ড হাইজনি বিভাগের প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত ১৩ এপ্রিল (শনিবার) নির্বাচনী কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আবু হাদী নূর আলী খান এবং নির্বাচনী কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন সাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে প্রকাশিত নবগঠিত কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. আশরাফুল হক, যুগ্ম সম্পাদক কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইক্রোবায়োলজি এন্ড হাইজনি বিভাগের প্রফেসর ড. মো. গোলজার হোসেন, প্রচার সম্পাদক কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আইআইএফএস এর সহযোগী প্রফেসর ড. রাখী চক্রর্বতী, ক্রীড়া সম্পাদক হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট এর লেকচারার মোহাম্মদ মাহবুবুল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মো: তৌহিদুল ইসলাম, মহিলা সম্পাদক কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাহমুদা নাসরীন এবং সদস্য হিসেবে ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. ফাতেমা হক শিখা, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. চয়ন গোস্বামী, আইএডএিস এর প্রফেসর ড. শাকিলা সালাম, ডেয়রি বিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর ড. এ. কে. এম. মাসুম, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের সহযোগী প্রফেসর ড. আফজাল রহমান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের (এক্স অফিসিও) প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন নির্বাচিত হয়েছেন।

This post has already been read 3203 times!

Check Also

শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে – সিকৃবি ভিসি

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের …